সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
হত্যাচেষ্টাসহ ১৭ মামলার আসামি বগুড়ার শাহজাহানপুর উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় এক পরিচিত জনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নুরুজ্জামান। পরে নিজের এলাকার স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং ইউপি চেয়ারম্যানকে দেখতে পেয়ে মাঠে থাকা এক শিক্ষার্থী তাকে আটক করে নিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে। পরে পরিচয় যাচাই শেষে সন্ধ্যায় তাকে তুলে দেওয়া হয় আশুলিয়া থানা পুলিশের হাতে।
এদিকে নুরুজ্জামানকে আটকের খবর পেয়ে ক্যাম্পাসে ছুটে যান তার স্ত্রী সুমাইয়া আক্তার।
ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর গা ঢাকা দেয় নুরুজ্জামান। আশ্রয় নেন রাজধানীর খিলক্ষেত এলাকায় এক আত্মীয়ের বাসায়। পরিচয় লুকাতে এনআইডি কার্ড পরিবর্তনের পরিকল্পনা করেন নুরুজ্জামান। এর অংশ হিসেবে পরিচিত একজনের সঙ্গে দেখা করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গিয়ে ধরা পড়েন তিনি।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল বলেন, বিকেলে শিক্ষার্থীরা ফোন দিয়ে আটকের খবর জানায়। নিরাপত্তার স্বার্থে তাকে আমরা নিরাপত্তা অফিসে নিয়ে আসি। পরে দ্রুততম সময়ের মধ্যে প্রক্টরের উপস্থিতিতে আমরা আশুলিয়া থানা পুলিশের হাতে তাকে সোপর্দ করি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, আমরা তাকে থানায় নিয়ে এসেছি। তার নামে অসংখ্য মামলা রয়েছে। বগুড়া জেলা পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। তাদের একটি টিম ইতোমধ্যে রওনা হয়েছে। আইনগত বিষয়ে যা যা করার তা বগুড়া পুলিশ করবে।
আরএ