সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যশোরের চৌগাছায় হানি ট্র্যাপ ফাঁদে ফেলে অর্থ আদায় চক্রের নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
বুধবার (২২ জানুয়ারি) রাতে সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানান যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন- চৌগাছা যাত্রাপুর গ্রামের আলমগীরের স্ত্রী রুপালি খাতুন (৩৫), মনমথপুরের মৃত মান্নানের ছেলে হৃদয় মহিফুল (৩৬) ও একই গ্রামের তাজুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন, কয়ারপাড়ার শাহজাহান আলীর ছেলে নান্নু মিয়া (৩৩) ও তার স্ত্রী জাকিয়া (২৯), মহেশপুর মান্দার বাড়িয়া গ্রামের আয়ুব হোসেনর ছেলে জাহিদ হোসেন (২৯)।
যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিজ্ঞপ্তিতে জানান, যশোর চৌগাছার রুস্তমপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে মোস্তাক হোসেন চৌগাছা থানায় অভিযোগ করেন তার ভাই আব্দুর রহমানকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে মহিলাকে দিয়ে ডেকে নিয়ে একটি চক্র ‘হানি ট্রাপের’ মাধ্যমে ফাঁদে ফেলে মুক্তিপণ চাচ্ছে। এ ঘটনায় যশোর জেলার পুলিশ সুপার জিয়া উদ্দিন আহম্মেদের নির্দেশে মাঠে নামে গোয়েন্দা পুলিশে একটি দল।
গত মঙ্গলবার (২১ জানুয়ারি) চৌগাছা থানাধীন চান্দআফরা গ্রামে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার বিভিন্ন স্থান থেকে এই প্রতারক চক্রের সক্রিয় ৬ (ছয়) সদস্যকে গ্রেপ্তার করে ডিবি।
উল্লেখ্য, দীর্ঘ দিন যশোর শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় এই হানি ট্র্যাপ বা ভালোবাসার ফাঁদকে কিছু চিহ্নিত সন্ত্রাসী ব্যবসার হাতিয়ার বানিয়েছে। তাদের সেই ফাঁদে পা দিয়ে শিক্ষক, বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী, সাধারণ ব্যক্তি এমনকি পুলিশ সদস্যরাও অসন্মানিত হওয়ার পাশাপাশি আর্থিকভাবও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
আরএ