সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
হবিগঞ্জ মাধবপুরে ফোনে অতিরিক্ত কথা বলায় নিজের ঔরসজাত মেয়েকে গলা কেটে হত্যা করেছেন বাবা। এ ঘটনায় ঘাতক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার ঘনশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরীর নাম রানু বেগম (১৫)। সে ঘনশ্যামপুর গ্রামের মঈন উদ্দিনের মেয়ে।
মাধবপুরের কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ জানান, রানু বেগম মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলতো। দীর্ঘদিন ধরেই ফোনে অতিরিক্ত কথা না বলতে নিষেধ করে আসছিলেন বাবা মঈন উদ্দিন।
বুধবার দুপুরে রানুকে ফোনে কথা বলতে দেখে শাসন করেন। এক পর্যায়ে রানু বেগম রেগে গিয়ে বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এতে বাবা রাগান্বিত হয়ে ধারালো দা দিয়ে রানুর ঘাড়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই রানু মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মঈন উদ্দিনকে গ্রেপ্তার করেছে।
মঈন উদ্দিন দুই বছর আগে দুবাই থেকে দেশে আসেন বলে জানা গেছে।
আরএ