সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নেয়াজুল ইসলাম সোহান মোল্যাকে (২২) ইয়াবাসহ গ্রেপ্তার করছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক সোহান টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের গিমাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের অলিউর রহমান মোল্লার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোহান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা কর আসছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে অভিযান পরিচালিত হয়। এ সময় টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পশ্চিমপাড়ায় সোহানের নিজ বাড়ি থেকে ২০২ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেলে সোহানের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়।
এদিকে, ঘটনার পর সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোহান মোল্যাকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মিকাইল হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোহানকে অব্যাহতির বিষয়টি জানানো হয়েছে।
আরএ