সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেরপুরে পৃথক মামলায় দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- নকলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি মো. নুর হোসেন এবং একই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক কালের কণ্ঠ ও কালবেলার উপজেলা প্রতিনিধি মোশারফ হোসেন সরকার (বাবু)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ৮টার দিকে নকলা পৌর এলাকার হলপট্টি মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নকলা উপজেলার সমন্বয়ক এস এম মাসুমসহ ১০-১৫ জন সাংবাদিক নুর হোসেনকে ফোন করে ডেকে নিয়ে মারধর করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ তাদের আটক করে গত ১২ ডিসেম্বরে রুজু হওয়া পুলিশ বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় মামলায় গ্রেপ্তার দেখায়। রোববার দুপুরে সাংবাদিক নুর হোসেনকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
সাংবাদিক নুর হোসেনকে আদালতে নিয়ে আসলে তার সাথে দেখা করতে শেরপুরে আসেন সাংবাদিক মোশাররফ হোসেন সরকারসহ আরও কয়েকজন সাংবাদিক। এসময় আদালতের সামনে থেকে সাংবাদিক বাবুকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে সাংবাদিক বাবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সবুজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছে শেরপুর সদর থানা পুলিশ।
বৈষম্যবিরোধী আন্দোলন নকলার সমন্বয়করা জানান, সাংবাদিক নুর হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের পোস্ট শেয়ার করে আসছিলেন। এর আগেও তাকে সতর্ক করা হলেও সে সংশোধন না হওয়ায় তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মোশাররফ হোসেন সরকার (বাবু) নকলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং গত বছর অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নকলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন।
আরএ