সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যবসায়ীর জোরপূর্বক জমি দখলের চেষ্টা করা হয়। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জমির প্রকৃত মালিক ভুক্তভোগী অধ্যাপক ইয়ামিন ভূঁইয়া।
রোববার (১৯ জানুয়ারি) সকালে জামপুর কদমতলি এলাকায় এ সংবাদ সম্মেলন করা হয়।
ভুক্তভোগী অধ্যাপক ইয়ামিন ভূঁইয়া সংবাদ সম্মেলনে বলেন, জামপুর মৌজায় আরএস ৩১৯নং দাগে ২৭ শতাংশ ৬৬ পয়েন্ট জায়গা তার ওয়ারিশ সূত্রে পেয়েছেন তিনি। সেই জমিটি স্থানীয় ভূমিদস্যু সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা শহিদুল্লার সহযোগিতায় সন্ত্রাসী আনোয়ার ও আউয়াল গংরা জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভূমিদস্যুরা বিভিন্নভাবে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, সম্প্রতি ভূমিদস্যুরা তাদের জমি দখল করে জোরপূর্বক নির্মাণসামগ্রী নিয়ে নির্মাণ কাজ করতে গেলে স্থানীয়রা বাধা দেন। পরে এলাকাবাসীর বাধার মুখে তারা তাদের মালামাল নিয়ে পালিয়ে যায়। তবে পরবর্তীতে এই ভূমিদস্যুরাই স্থানীয় থানায় গিয়ে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া ও এমদাদুল হক দিপুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানি করছে।
সংবাদ সম্মেলনে এই ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অধ্যাপক ইয়ামিন ভূঁইয়া।
এসময় যুবদল নেতা এমদাদুল হক দিপু, জামপুরের ইউপি সদস্য মো. মোতালেবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএ