সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ সেন্টমার্টিনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে দ্বীপের গলাচিপা এলাকার বিচ ভ্যালি এবং কিংশুক ইকো রিসোর্ট।
স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ী আব্দুল মালেক জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে সাইরি ইকো রিসোর্টের অভ্যর্থনা কক্ষের মাল্টিপ্লাগে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়।
আব্দুল মালেক বলেন, অভ্যর্থনা কক্ষের ঠিক পেছনে বিচ ভ্যালি ইকো রিসোর্ট। বাতাস থাকার কারণে মিনিটের মধ্যে বিচ ভ্যালির ছাউনিতে আগুন ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, কাঠ আর বাঁশ দিয়ে তৈরি বিচ ভ্যালি ইকো রিসোর্টে আগুন লাগার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিচ ভ্যালিসহ পাশের কিংশুক ইকো রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুঠোফোনে জানান, দ্বীপের স্থানীয়, আগত পর্যটক ও যৌথবাহিনির আড়াই ঘণ্টার চেষ্টায় রাত প্রায় সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কিংশুক ইকো রিসোর্টে স্বত্ত্বাধিকারী সরওয়ার বিলাপের কান্না করছেন।
স্থানীয় পর্যটন ব্যবসায়ী আব্দুল মালেক জানান, সরওয়ার তার বউ বাচ্চা নিয়ে সেন্টমার্টিন ছিলেন। তাদের চোখের সামনেই তিলেতিলে করে গড়া স্বপ্নের প্রতিষ্ঠানটি পুড়ে ছারখার হয়ে যেতে দেখে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
আরএ