সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাদশা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।চিতলমারী উপজেলার নালুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বাদশা মিয়াকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদত হোসেন বলেন, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নি গ্রামের ব্যবসায়ী শামীম শেখের কাছে চাদার দাবিতে ইউপি চেয়ারম্যান বাদশা মিয়ার নেতৃত্বে প্রকাশ্যে দিবালোকে বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও বসতবাড়িতে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় থানায় মামলা হলেও সে দীর্ঘদিন পলাতক ছিল। এলাকায় ফিরে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নানুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি আরও বলেন, ৫ আগস্ট হামলার ঘটনাসহ ঢাকার যাত্রাবাড়ি ও গাজিপুরসহ বিভিন্ন থানায় হত্যা, নারী নিযাতন, চাদাঁবাজি, হামলা, ভাংচুর ও লুটপাটসহ ১৪ মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত বাদশা মিয়া চিতলমারী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক।
এদিকে বাদশা মিয়ার গ্রেপ্তারের খবরে চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন নির্যাতিত স্থানীয় বাসিন্দারা।
আরএ