সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ময়মনসিংহে ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকা হাল নাগাদ করার লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারী) সকালে প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে সদর উপজেলার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম এবং গোলাম মোস্তফা। কর্মশালা প্রত্যেক উপজেলায় ১৯ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে। পরে ২০ জানুয়ারি থেকে প্রশিক্ষণ নেয়া তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তথ্য হালনাগাদ করবেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম, সদর উপজেলা নিবার্চন কর্মকর্তা হোসনে আরা তাসুসহ অন্যরা।
অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, সদর উপজেলার মধ্য দিয়ে ভোটার তালিকা হাল নাগাদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করা হয়েছে। তারা ২০ জানুয়ারী থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করবে। ০১—০১—২০০৮ সালের পূর্বে যাদের জন্ম তারা এবার নতুন ভাবে ভোটার তালিকায় অন্তভূর্ক্ত হতে পারবে। হালনাগাদে মৃত ভোটারের নাম কতৃর্ন, ভোটার স্থানান্তরের বিষয়গুলোও থাকবে।
তিনি আরও বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে করে কোন ভাবেই নতুন ভোটার তালিকায় অন্তভুর্ক্ত না হতে পারে সেই বিষয়টি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণে গুরুত্ব দেয়া হচ্ছে। যারা ভোটার তালিকায় যুক্ত হবেন তাদের অনলাইন জন্মসনদ, মা—বাবার এনআইডি কার্ড লাঘবে। কাউকে যদি ভোটার করতে গিয়ে সন্দেহ হয় তাহলে তার ফরম পূরণ না করে তথ্য সংগ্রহকারীরা বিষয়টি উর্ধ্বতন কতৃর্পক্ষকে অবহিত করবে। তারপরেও যদি তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজাররা ভূল করে, তাহলে তাদেরকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে।
কে