সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, পাহাড়ে অশান্তি সৃষ্টি করেছিল শেখ মুজিবুর রহমান। তিনি পাহাড়িদের বাঙালি হয়ে যাওয়ার জন্য বলেন। এরপরেই শুরু হয় এখানে অশান্তি। এখন বাঙালিদের যদি বলা হয় পাহাড়ি হয়ে যাও, তাহলে সমস্যা বাড়বে না।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে টাউন হল প্রাঙ্গণে চাকমা সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ওয়াদুদ ভূঁইয়া বলেন, শেখ মুজিবুর রহমান পাহাড়ে কখনো শান্তি চাইনি। যার কারণে শান্তি প্রিয় পাহাড়িদের বাঙালি জাতি বলে চাপিয়ে দিতে চেয়েছিলেন। বিএনপি পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখার জন্য আগেও কাজ করেছে, এখনও করছে। ভবিষ্যতেও কাজ করবে। বিএনপি সকল সম্প্রদায়ের দল। আগামীতে ক্ষমতায় এলে পাহাড়ের স্থায়ী শান্তির জন্য কাজ করবে বিএনপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি জেলা বিএনপি প্রধান উপদেষ্টা জাকিয়া জান্নাত বিথি, জেলা সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক অনিমেষ চাকমা (রিংক) সহ বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার চাকমা সম্প্রদায়ের হাজার খানেক লোকজন উপস্থিত ছিলেন।
আরএ