সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্বীকৃতিসহ ৭ দফা বাস্তবায়নের দাবিতে ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা সাধারণ জনতার মাঝে লিফলেট বিতরণ করেছেন। শনিবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে শহরের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনীর সমন্বয়ক মোহায়মিন তাজিম, আবদুল আজিজ, ছাত্র সংগঠক আবদুল্লাহ আল জোবায়ের ও জাতীয় নাগরিক কমিটির সদর উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম সৈকত। এছাড়া কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, বিগত ১৬ বছর এ দেশে ফ্যাসিবাদী সরকার কায়েম করা হয়েছে। সেই ফ্যাসিবাদকে রুখে দিতে ছাত্রদের নেতৃত্বে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান ঘটেছে। সেক্ষেত্রে যারা শহীদ ও আহত হয়েছে, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। শিগগিরই জুলাইয়ের ঘোষণাপত্র বাস্তবায়নসহ ৭ দফা দাবি জানান তারা।
শেষে তারা শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।
অ