সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের ৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ডিভাইস চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাস্টার কার্ড ও ব্লুটুথ ডিভাইস উদ্ধার করা হয়।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে পরীক্ষা চলাকালে গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আবু সায়েম ছাইমুন ইসলাম (২৫), আহমেদ রাশেদ রিদয় (২৪), আসাদুজ্জামান (২১) ও শাহ সুলতান (৩২)।
এর মধ্যে ছাইমুন ইসলাম সদর উপজেলার ভবানীপুর গ্রামের শামসুল হকের ছেলে, আহমেদ রাশেদ গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামের বুলবুল আহমেদের ছেলে, আসাদুজ্জামান সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ছাপরহাটী গ্রামের কামাল হোসেনের ছেলে ও শাহ সুলতান ফুলছড়ি উপজেলার মধ্য উড়িয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম জানান, জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ প্রশাসনের আওতায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩টি ও হিসাব সহকারী ৩টি শুন্যপদের বিপরীতে লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে চারজনকে আটক করা হয়। আটকরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদের প্রার্থী হয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩টি শূন্যপদের বিপরীতে ৩ হাজার ৩৪৯ জন ও হিসাব সহকারী তিনটি শূন্যপদের বিপরীতে ৪৩০ জন আবেদন করেন। এর আগে গত ৫ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসক।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার জানান, আটকদের মধ্যে দুই জন পরীক্ষায় (প্রক্সি) বদলি হিসেবে ও দুইজনের কাছে ডিভাইস পাওয়া যায়। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
অ