সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অভিযান চালিয়ে শেরপুরের নালিতাবাড়ীতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (১১ জানুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ১ জন সিআর সাজা পরোয়ানাভুক্ত, ২ জন সিআর ওয়ারেন্টভুক্ত এবং ৩ জন জিআর ওয়ারেন্টভুক্ত রয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- সাজাপ্রাপ্ত আসামি উত্তর গড়কান্দা গ্রামের মাসুদ রানা, ওয়ারেন্টভুক্ত আসামি শিমুলতলা গ্রামের আব্দুর রহমান, মাইটেল গ্রামের গফুর আলী, দক্ষিণ বনকুড়া গ্রামের হযরত আলী, নিজপাড়া গ্রামের হাসেম আলী ও উত্তর কোন্নগর গ্রামের আবদুল মান্নান।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
অ