সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কথা বলতে গিয়ে কুষ্টিয়ার মুফতি আমির হামজা বলেছেন, আমি মাওলানা মামুনুল হকের কাছে ঋণী। তিনটা বছর জেলের ভিতর উনি আমার পিছনে অনেক শ্রম দিয়েছে, আমি জেলের ভিতর ছিলাম সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। আমি নিজেও আয়না ঘরে দশ দিন বন্দী ছিলাম। আমি দেখেছি ওখানে মানুষকে কি ধরনের নির্যাতন করা হতো।
সোমবার (৬ জানুয়ারি) রাতে মাদারীপুরের শিবচরের দ্বিতীয় খন্ড ইউনিয়নের মোল্লা বাড়ির জামে মসজিদ ও চরকেশবপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে তিনি এসব কথা বলেন।
মুফতি আমির হামজা বলেন, বছরের পর বছর মানুষ বন্দী ছিল ওই আয়না ঘরে। বন্দিদের চুল ও হাতের নখ এত বড় হয়ে যেত; যে সেই নখ দিয়ে দেয়ালে তাদের স্বজনদের মোবাইল নাম্বার লিখে রেখে দিত। এর কারণ হলো- যদি কেউ এখান থেকে বের হয়ে যেতে পারেন, তবে এই নাম্বারে একটু জানিয়ে দেবেন তিনি বেঁচে আছেন।
হাজী খলিলুর রহমান মোল্লার সার্বিক তত্ত্বাবধানে ও বাহাদুরপুরের পীর সাহেব মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসানের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন- আল্লামা হাসান জামিলসহ আরও অনেকে। এ সময় বিভিন্ন বক্তার ধর্মীয় আলোচনা শুনতে মানুষের ঢল নামে।
আরএ