সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাবেক চৌগাছা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তানিছুর রহমান লাড্ডু ও তার ছেলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শফিউর রহমান রাথিকের বিরুদ্ধে জমি দখল ও মারধরের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা জমি দখল ও হামলার ঘটনায় উপজেলার ভূমি কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দিলেও বিচার পাইনি ভুক্তোভোগীরা।
উপজেলার পৌর এলাকার মৃধা পাড়ার হারুন অর রশিদ বলেন, মায়ের পৈত্রিক সম্পত্তি ওয়ারিশ আমরা তিন ভাই বোন। অন্য ভাইদের জমি পতিত আওয়ামী লীগ সরকারের আমলে চেয়ারম্যান তার প্রভাব খাটিয়ে লিখে নেয়। মহাসড়কের পাশে জমি হওয়ায় হারুন তার অংশে ব্যবসা প্রতিষ্ঠান করবে বলে জানালে বিভিন্ন সময় তার অংশ লিখে নিতে নানা ভাবে হয়রানি করে আসছিলো লাড্ডু। আওয়ামী লীগ সরকারের পতনের পর চেয়ারম্যান গা ঢাকা দিলে ওই জমি দখল নিতে গেলে চেয়ারম্যানের ছেলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রাথিক তাকে মারধর করে তাড়িয়ে দেয়।
চৌগাছা মহেশপুর মহাসড়কের পাশে ১ শতক ৬৫ পয়েন্ট জমির অংশিদার হারুন। চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লাড্ডু ও রাথিক সম্পর্কে তার মামা ও মামাতো ভাই হলেও অত্যাচার থেকে রক্ষা পাচ্ছেননা হারুন ও তার ভাইয়েরা। ক্ষমতার পালাবদলের জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন হারুন। কিন্তু পালাবদলের পর চেয়ারম্যান তার ছেলেকে দিয়ে ওই জমি প্রাচীর দিয়ে ঘিরে দিচ্ছেন। বাঁধা দিতে গিয়ে মারপিটের শিকার হতে হচ্ছে হারুনকে । থানায় অভিযোগ দিলেও সদ্য ক্লোজড হওয়া বিতর্কিত ওসি পায়েল হোসেন বিচার না করে উল্টো তাদের ওই জমি ছেড়ে দিতে বলেন । ওসি পায়েল ক্লোজড হওয়ার পরে এসিল্যান্ড অফিসে অভিযোগ দেন হারুন। এসিল্যান্ড তাদেরকে ডেকে প্রাচীর তুলতে নিষেধ করে দিয়েছিল, কিন্তু কোন কিছু তোয়াক্কা না করে আবারও জমিতে প্রাচীর তুলেই যাচ্ছে।
গেল ৩১ ডিসেম্বর এসিল্যান্ড সরেজমিনে গিয়ে কাজ বন্ধ করে আসলেও শনিবার (৪ জানুয়ারি) ফের প্রাচীরের কাজ শুরু করেছে তারা।
হারুনের ছোট ভাই বকুল হোসেন বলেন, কাউকে কিছু না জনিয়ে তার জমি থেকে স্কেভেটর দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে রাথিক। ছাত্রলীগ নেতা হওয়ায় এলাকার কিশোর গ্যাং সব সময় তার সাথেই থাকে। রাথিককে মাটি কাটতে নিষেধ করলে বকুলকে রাথিক ও তার গ্যাং সদস্যরা মারধর করে। এ ঘটনায় প্রায় সপ্তাহ খানেক চিকিৎসাধীনও ছিলেন বকুল। বিষয়টি চেয়ারম্যান কে জানালে উল্টো বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি ধামকি প্রদান করে বিষয়টি চেপে যেতে বলেন।
তিনি আরও বলেন, এলাকার কিছু বিএনপি নেতার ছত্রছায়ায় থেকে এখনো এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে সাবেক চেয়ারম্যান ও তার ছেলে রাথিক।
এ বিষেয়ে যোগাযোগ করার চেষ্টা করলে সাবেক চেয়ারম্যানের ফোন বন্ধ পাওয়া যায়, তার ছেলে রাথিককে পাওয়া যায় । মুটোফোনে তিনি জানান বিষয়টি নিয়ে তিনি কোনো কথা বলবেন না। ওই জমি তার বাবার, সে কারণে প্রাচীর তোলা হচ্ছিল।
চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, ওই জমিতে প্রাচীর নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এক পক্ষের অভিযোগ তিনি পেয়েছেন। অপর পক্ষের কাছে দলিলাদি চেয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।
কে