দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধা জেলার সদর উপজেলার কামারজানি মৌজা ১৯০.১২ একর ও সুন্দরগঞ্জ উপজেলার চর চোরতাবাড়ী মৌজায় ১৮.৩০০০ একর এলাকা নিয়ে পৃথক দুটি বালু মহাল ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারি করেছে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এর আগে গত ১২ ডিসেম্বর গাইবান্ধা জেলা প্রশাসনের কার্যালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
একই দিন অন্য আরেকটি স্মারক পত্রে উক্ত বালু মহাল ইজারা প্রদানের বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন। এ বিজ্ঞপ্তিতে গাইবান্ধা জেলার বালুমহালসমূহে ইজারা গ্রহনে আগ্রহী ইজারাদারগণকে আগামী ১৫ জানুয়ারী তারিখের মধ্যে আবেদন দাখিলের নির্দেশনা প্রদান করা হয়েছে।
১৭ ডিসেম্বর মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
এদিকে জেলার বালু'র চাহিদা পূরুনে ও অবৈধ ভাবে যেখানে সেখানে বালু উত্তোলন বন্ধের লক্ষে বালু মহাল ঘোষণা করায় স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যমকর্মীরা জেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সঙ্গে জেলায় অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এফএইচ