সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেত্রকোনার কলমাকান্দায় চোরাচালানের ভারতীয় কম্বলসহ মো. লিটন মিয়া (৩২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার গুদামঘর থেকে ৩১ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়।
আটক লিটন মিয়া উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে সীমান্ত এলাকা থেকে ভারতীয় কম্বল ও চিনি নিয়ে ওমরগাঁও বাজার হয়ে খাসপাড়া গ্রামের একটি বাড়িতে মজুদ করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে চোরাচালানের ৩১ পিস ভারতীয় কম্বলসহ লিটন মিয়াকে আটক করা হয়।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লিটন মিয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
অ