সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সায়েদুল হক সাঈদ তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জন্য ‘জিরো ফাইভ’ কর্মসূচি ঘোষণা করেছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।
এলাকার সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান করে ‘সমৃদ্ধ নবীনগর’ গড়ার লক্ষ্যে ঘোষিত কর্মসূচি হলো- শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য মাদকাসক্তি, শূন্য বৈষম্য, শূন্য অনাচার। মতবিনিময়কালে তিনি কীভাবে এসব বাস্তবায়ন করবেন, সেসব বিষয়ে একটি লিখিত বক্তব্য পাঠ করেন।
মতবিনিময়কালে সায়েদুল হক বলেন, ‘জিরো ফাইভ’ লক্ষ্য অর্জন করতে পারলে আমরা সমৃদ্ধ নবীনগর গড়ে তোলার আন্দোলনকে সফল করতে পারব। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ। তবে ভারত বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে সকলে সোচ্চার থেকে সমৃদ্ধ বাংলাদেশ গঠন ও অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা করতে হবে।
অ