সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরের লালপুরে সাইফুল ইসলাম (৫৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে লালপুরের বামনগ্রাম এলাকায় এই হত্যাকান্ড ঘটে বলে জানিয়েছেন, লালপুর থানার পরিদর্শক, নুরুজ্জামান রাজু।
নিহত সাইফুল একই এলাকার এবাদ মুন্সির ছেলে।
নিহতের স্ত্রী হুসনেয়ারা বেগম ছবি স্থানীয় সাংবাদিকদের বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়ির গেটের সামনে আসলে দূর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কোপায়। বুকে, গলায় এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায় তারা।
এ হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, নিহতের স্ত্রী ছবি।
লালপুর থানার পরিদর্শক, নুরুজ্জামান রাজু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি নাটোর মর্গে পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন এবং হত্যাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান, ওই পুলিশ কর্মকর্তা।
এফএইচ