সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বড়-বোনের চোখের সামনে ছোট-বোন নাছিমা আক্তারের (২৫) মৃত্যু হয়েছে। এ সময় বড় বোন পুষ্প গুরুতর আহত হয়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে জেলার রামগতি উপজেলার জমিদার হাট বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনায় শিকার হন দুই-বোন পুষ্প ও নাছিমা। তারা উপজেলার চর ঠিকা গ্রামের মৃত নজরু ইসলামের মেয়ে।
জানা গেছে, সকালে দুই-বোন বাবার বাড়ি থেকে চাল কিনার জন্য স্থানীয় জমিদার হাট বাজারে অটোরিকশা যোগে যাচ্ছিলেন। জমিদার হাট বাজারে পৌঁছার আগেই বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি চলন্ত ট্রাক তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হয় দুই-বোন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ছোট বোন নাছিমাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুই নারীকে আনা হয়। আমরা একজনকে মৃত পেয়েছি। অন্যজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার শেষে ঢাকা মেডিকেল পাঠানো হবে।
আরএ