সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরের ভাঙ্গায় পেঁয়াজের বীজ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী ও সাউতিকান্দা দুই গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার সাউতিকান্দা রেললাইন এলাকায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সাউতিকান্দা গ্রামের বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা মাতুব্বর ও হিরালদী গ্রামের সামসু মিয়ার মধ্যে পেঁয়াজ বীজ ক্রয় করা নিয়ে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। এ খবর দুই গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোকসেদুর রহমান জানান, এ ঘটনায় কোন পক্ষই অভিযোগ দেননি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এফএইচ