সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মহান মুক্তিযোদ্ধের গৌরবগাঁথা ইতিহাসে নরসিংদীতে পালিত হয়েছে হানাদারমুক্ত দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা আয়োজন করে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক মো. রাশেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে শিল্পকলা একাডেমি হতে মুক্ত দিবস উপলক্ষে র্যালি বের করা হয়। এতে পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
শহরের কোর্ট রোড প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয় র্যালিটি। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
১৯৭১’এ নরসিংদী জেলার বিভিন্ন স্থানে নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকবাহিনী। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে ১২ ডিসেম্বর পুরোপুরি শত্রুমুক্ত হয় নরসিংদী জেলা। দীর্ঘ নয় মাস জেলার বিভিন্ন স্থানে শতাধিক খণ্ড যুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি সৈন্যদের নির্মমতার শিকার হয়ে শহীদ হন জেলার ১১৬ জন বীর সন্তান।
আরএ