সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৪ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি বাবা ও ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার মালঞ্চা হাজীপাড়া গ্রামের একটি ধান ভাঙার মিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের বর্তমান বাজার মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন- মালঞ্চা হাজীপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে বাহাদুর সরকার (৩৮), তার ছেলে নাজমুল হুদা বাপ্পী (২০) ও একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে মাসুদ রানা (২১)।
এ বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নায়েম মো. কাজী নুরুন্নবী গণমাধ্যমকে জানান, গোপন খবরে মালঞ্চা হাজীপাড়া গ্রামের বাহাদুর সরকারের ধান ভাঙার মিলে অভিযান চালিয়ে স্টোর রুম থেকে ১৯ বোতল ফেনসিডিল ও ৪০০০ হাজার পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় হাতেনাতে আটক করা হয় বাহাদুর সরকার, তার ছেলে নাজমুল হুদা ও মাসুদ রানাকে।
তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া বাবা ও ছেলে উদ্ধার করা অবৈধ মাদকদ্রব্যগুলো বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রাখেন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, বাহাদুর সরকার ও তার ছেলে নাজমুল হুদার নেতৃত্বে সংঘবদ্ধ একটি মাদক সিন্ডিকেট দীর্ঘদিন থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তাদের কাছে মাদক ক্রয় করতে দিনরাত মোটসাইকেলসহ বিভিন্ন যানবাহনে অবাধে আসা-যাওয়া করেন মাদকসেবীরা। অথচ ভয়ে কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদের সাহস পায় না। এরআগেও মাদকসহ বাবা-ছেলে একাধিকবার গ্রেপ্তার হয়। কিন্তু জামিনে এসে তারা আবারও মাদক ব্যবসা শুরু করেন এলাকায়।
আরএ