সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরের সিংড়ায় ৮ বছর বয়সী মেয়ে হাওয়া খাতুনকে কুপিয়ে হত্যা করেছে সৎ মা। মেয়ের এমন মৃত্যুতে বাবা হাফিজুল ইসলাম (৪০) বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সৎ মা নুপুর বেগমকে (৩৫) স্থানীয়রা আটক করে পুলিশ দিয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সিংড়ার দীঘল গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান সিংড়া থানার পরিদর্শক মো. আসমাউল হক।
স্থানীয়দের বরাতে পুলিশ কর্মকর্তা আসমাউল হক বলেন, প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদের পর হাফিজুল ইসলাম তার মেয়ে হাওয়া খাতুন ও দ্বিতীয় স্ত্রী নুপুর বেগমকে নিয়ে দীঘল গ্রামে একটি পুকুর দেখাশোনার কাজ করতো। হাফিজুল স্বপরিবারে সেখানেই একটি ঘরে বসবাস করতো। সোমবার সকালে হাফিজুলের সাথে তার দ্বিতীয় স্ত্রী নূপুরের মধ্যে পারিবারিক বিরোধ বাধে। বিরোধের এক পর্যায়ে হাফিজুল বাড়ির বাইরে গেলে নুপুর ধারালো অস্ত্র দিয়ে তার সৎ মেয়ে হাওয়ার মাথায় পরপর তিনটি কোপ দেয়। এতে শিশু হাওয়া নিস্তেজ হয়ে গেলে নুপুর তার মরদেহটি পাশের পুকুরে ফেলে দেয়। পরে স্থানীয়রা পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে হাফিজুল বাড়ি ফিরে মেয়ের শোকে বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে ভর্তি করে। সেই সাথে এলাকাবাসী নুপুরকে আটক করে পুলিশে দেয়।
শিশুটির মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
আরএ