সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির অন্তত সাতজন নেতাকর্মী আহত হয়েছেন।
গত সোমবার (২ ডিসেম্বর) উপজেলার সাদিপুর ইউনিয়নের গাজরিয়াপড়া এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবারও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় যুবলীগ নেতা মফিজুল ইসলাম এলাকায় প্রভাব বিস্তার করে। তার বিরুদ্ধে মাদক ও জুয়ার আসর বসার অভিযোগ রয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর মফিজুল বিএনপি হিসেবে এলাকায় পরিচয় দেয়। তার বড় ভাই নজরুল ইসলাম নিজেদের জায়গায় আওয়ামী লীগের ক্লাবও করে। সোমবার বিকেলে সামান্য কথা কাটাকাটির জেরে মফিজুল ইসলামের নেতৃত্বে মো. মিলন, মাসুদ রানা, নজরুল ও ইউসুফসহ ৩০-৪০ জন স্থানীয় বিএনপি কর্মী হাবিবসহ সাতজনকে পিটিয়ে আহত করে।
এ বিষয়ে ৬নং ওয়ার্ডের বিএনপি সভাপতি ও সাবেক মেম্বার সোনা মিয়া বলেন, আওয়ামী লীগের কিছু গুন্ডাদের জন্য গত ১৭ বছর শান্তিতে থাকতে পারি নাই। এমনকি বাসায়ও আমরা নিয়মিত ঘুমাতে পারি নাই। এখনও তাদের অত্যাচার কমে নাই। কোনো কারণ ছাড়া নজরুল, মিলন, মফিজুল ও ইউসুফ বিএনপি কর্মীদের ওপর হামলা চালায়। বুধবার নবীর ওপরও তারা হামলা করেছে। আমি প্রশাসনের নিকট তাদের বিচার কামনা করছি।
এ বিষয়ে সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান ভূঁইয়া মাসুম বলেন, আওয়ামী লীগের লোকেরা বিএনপি কর্মীদের ওপর কোনো কারণ ছাড়াই হামলা করে। এ ঘটনায় একটি অভিযোগ করেছে আমি শুনেছি। আমরা এ ঘটনার নিন্দা জানায়। আশা করি প্রশাসন এর সুষ্ঠু বিচার করবে।
আরএ