সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেত্রকোনার কলমাকান্দায় ফিসারিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামিল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জামিল ওই ফিসারিতে বেতনভুক্ত কর্মচারী ছিলেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের চন্দনকান্দি গ্রামে একটি ফিসারিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জামিল ওই গ্রামের মো. জামালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের হায়দুলের একটি ফিসারিতে বেতনভুক্ত কর্মচারী ছিলেন জামিল। বৃহস্পতিবার দুপুরে মাছের দেখাশোনা করতে জামিল ফিসারিতে যায়। পরে সেখানে স্থাপিত বৈদ্যুতিক সেচ পাম্পে অসাবধাণতাবশত তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। এরপর জামলিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সৌরভ ঘোষ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মো. জামিলের মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএ