সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পিরোজপুর জেলার নাজিরপুরের শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠইমহল এলাকায় গাছ থেকে পড়ে জুলফিকার আলী শেখ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে তিনি গাছ থেকে পড়ে যান। পরে মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
নিহত জুলফিকার আলী শেখ উপজেলার চৌঠইমহল গ্রামের মৃত আব্দুল জলিল শেখের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সকালে একটি চাপা গাছ কাটার জন্য তিনি গাছে উঠেন। এ সময় গাছ থেকে তিনি পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।
নাজিরপুর উপপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ও আরএমও উজ্জ্বল মন্ডল জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ওয়ারিশগণ যেভাবে চাইবে সেভাবে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।
আরএ