সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ‘পূর্ব শত্রুতার’ জেরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দুটি গরু (গাভি) মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মারা যাওয়া হাইব্রিড জাতের গাভি দুটির দাম ৩ লাখ টাকা বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত গরু মালিক আবুল হোসেন। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।
ঘটনাটি ঘটেছে রোববার (২৪ নভেম্বর) ভোর রাতে সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা গ্রামে। ক্ষতিগ্রস্ত আবুল হোসেন সোনারায় ইউনিয়নের ২নং ওয়াডের সাবেক ইউপি সদস্য।
গরু মালিক আবুল হোসেনের অভিযোগ, বাড়িতে ৬টি গরু লালন-পালন করি। শনিবার রাতে গোয়াল ঘরে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়ি। পরে সকালে গোয়াল ঘরে গিয়ে দেখি দুটি গরু মরে পড়ে আছে। রাতে কোনো এক সময় বিষ প্রয়োগ করা খাবার খেয়েই গরু দুটির মৃত্যু হয়েছে। এরমধ্যে একটি গাভি ৫ মাস আগে ও অপরটি এক বছর আগে দুটি বাছুরের জন্ম দেয়। গাভি দুটি প্রতিদিন ১০ থেকে ১২ লিটার দুধ দিত। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন গরু দুটি মেরে ফেলেছেন বলে অভিযোগ করেন তিনি। এরআগেও প্রতিপক্ষের লোকজন বিষ প্রয়োগ করে তাদের গোয়ালের তিনিটি গরু মেরে ফেলেছেন।
ক্ষতিগ্রস্ত আবুল হোসেনের স্ত্রী ছরিতন বেগম ও বড় মেয়ে আনজুয়ারা বেগমের অভিযোগ, রাজনৈতিক বিরোধের জেরে গেল বছরের ১২ নভেম্বর রাতে ছেলে ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহিদুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় ২৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা হলে পুলিশ প্রতিবেশি নুরুন্নবী সরকার, মারুফ ও জয়নাল মিয়াসহ ৭ জনকে গ্রেপ্তার করলেও বাকি আসামিরা এখনও ধরাছোয়ার বাইরে। আসামিরা জামিনে আসার পর অন্য আসামিরা মিলে আমাদের নানাভাবে হুমকি দিয়ে আসছে। এবার বিষ প্রয়োগে দুটি গরু মেরে ফেলে আমাদের সব শেষ করে দিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্র্কা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, অভিযোগকারী সন্দেহ করছেন, পূর্ব শত্রুতার জেরে গরু দুটি হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। প্রাণী সম্পদ অধিদপ্তর মৃত্যু গরু দুটির ময়নাতদন্তের জন্য ঘটনাস্থলে গেছেন। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর যা করণীয়, তা করা হবে।
এদিকে, গরু দুটির মৃত্যুর কারণ উদ্ঘাটন করার জন্য ঘটনাস্থলে থাকা উপজেলা প্রাণী সম্পদ কর্কতা ডা. বিপ্লব কুমার দে বলেন, মৃত্যু গরু দুটি বিভিন্ন প্রকার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে গরু দুটির মৃত্যুর কারণ জানা যাবে। পরীক্ষা শেষে গরু দুটি মাটিতে পুতিয়ে রাখা হয়েছে।
বিষ প্রয়োগে দুটি গরু হত্যার খবর ছড়িয়ে পড়লে তা দেখতে আশপাশের মানুষ ভিড় জমায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, শত্রুতার জের কিংবা প্রতিশোধের হাতিয়ার হিসেবে অবলা প্রাণীর ওপর এমন নির্মমতা মানা যায় না। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা উচিত।
আরএ