সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলে এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে শহরের আলাদাতপুর এলাকায় প্যারাডাইস একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্যারাডাইস একাডেমির পরিচালক মো. আবু মুসার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ছায়েম আলী খান।
এসময় আরও উপস্থিত ছিলেন লোহাগড়া নবগঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আমিনুর রহমান, আবু বক্কার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হায়দার আলী, বরাশুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজান হোসেন, প্যারাডাইস একাডেমির শিক্ষক শহিদুল ইসলাম, সাখাওয়াত হোসেন, তায়েবুর রহমান, বিশ্বজিৎ সাহা ও তানভীর হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে প্যারাডাইস একাডেমি থেকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ২৫ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। একইসঙ্গে নতুন এসএসসি ব্যাচকে বরণ করে নেওয়া হয়। এসময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এফএইচ