সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঝিনাইদহে পুকুর থেকে ৬ বছরের এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের শিকারপুর গ্রামের একটি পুকুর থেকে সাফওয়ান নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সোহান নামের এক মাদরাসা ছাত্রকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্বজনরা জানায়, শহরের শিকারপুর গ্রামের ফাতেমা-মিজান হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র সাফওয়ান ও সোহানকে দুপুরের পর থেকে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় মাদরাসা থেকে প্রায় ৩শ’ গজ দূরে একটি পুকুরে সাফওয়ানের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। স্বজনদের দাবি ১৬ বছর বয়সী সোহান তাকে পানিতে চুবিয়ে হত্যা করেছে। এ ঘটনার পর জড়িত সন্দেহে সোহানকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত সোহানকে জিজ্ঞাসাবাদ চলছে। এটি হত্যা কিনা জিজ্ঞাসাবাদেতর পর জানা যাবে।
আরএ