সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লালমনিরহাটের হাতীবান্ধায় নিখোঁজের ৫ ঘণ্টা পর একটি পুকুর থেকে আজাব উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মৃত আজাব উদ্দিন ওই উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের হাতীবান্ধা-গেন্দুকুড়ি সড়কের ভবানীপুর ছেফাতিয়া মাদরাসার পাশের একটি পুকুর থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি বৃদ্ধ আজাব উদ্দিন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে একটি পুকুরের ধারে তার পোশাক পড়ে থাকতে দেখে হাতীবান্ধা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সহযোগিতায় স্থানীয়রা পুকুর থেকে আজাব উদ্দিনের লাশ উদ্ধার করে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, ভবানীপুর এলাকায় একটি লাশ উদ্ধারের খবর শুনেছি৷ ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি৷ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।