সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতার বাড়ির ফ্ল্যাট থেকে অসামাজিক কাজে লিপ্ত ৫ নারী ও ৩ যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানার পুলিশ।
বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাতে শহরের গভ. মডেল গার্লস হাই স্কুলের বিপরীতে হ্যালো চাইনিজ রেস্টুরেন্টের উপরে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মো. আনারের বাড়ির একটি ফ্ল্যাট ও ছাদ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
দীর্ঘদিন যাবত রাজনৈতিক প্রভাবে দেহ ব্যবসা চালিয়ে আসছিল চক্রটি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলেন, ফারহানা আক্তার (২১), বিউটি খানম (৩০), সীমা আক্তার (২৪), আবেদা সেনথি (২৮), রুমা আক্তার (১৯), শুভ (২৬), রিফাত (২৬) ও হৃদয় (২১)। আটককৃতরা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ ও নড়াইল জেলার বাসিন্দা বলে জানান পুলিশ। তাহাদেরকে দণ্ডবিধির ২৯০ ধারা মোতাবেক প্রসিকিউশনের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করি। দীর্ঘদিন যাবত শেখ মো. আনার বিগত আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বয়সের নারীদেরকে এনে তার ভবনের বিভিন্ন ফ্ল্যাটে রেখে দেহ ব্যবসা করাতো। আটককৃতরা তাদের কৃতকর্মের কথা স্বীকার করে। ভবিষ্যতে উক্ত ভবনে যাহাতে এই ধরনের অবৈধ ব্যবসা করতে না পারে সেজন্য পুলিশি টহল বৃদ্ধিসহ গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হইবে।
এফএইচ