সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রাফায়েতুল হক তমালকে আহ্বায়ক ও মো. শাফায়েতকে সদস্য সচিব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার এ কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এ কমিটি প্রকাশ করা হয়।
গত ২ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত কমিটি আগামী ৬ মাসে জন্য অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে- আশরাফুল আলম জেনী, মো. শাকিব, হাসিবুর রহমান শাহবাদ, আঁখি খানম, নবাব মোল্ল্যা ও তুহিন মোল্ল্যা। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে- আব্দুর রহমান মেহেদী, শুভ মোল্ল্যা, আমিরুল ইসলাম, পরশ আহম্মেদ জয়, মেহেদী হাসান, বাঁধন মল্লিক এবং সাইকা সিদ্দিকাকে।
মূখ্য সংগঠক কাজি ইয়াজুর রহমান বাবু, সংগঠক মিনহাজুল ইসলাম, শেখ মুনাইম, মো. আলহাজ মোল্ল্যা। মুখপাত্র নুসরাত জাহান এবং সদস্য হিসেবে ৩১ জনকে পদ দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার আহ্বায়ক রাফায়েতুল হক তমাল কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ স্বক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। বৈষম্য মুক্ত সমাজ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাকে দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নড়াইলবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
আরএ