সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পিরোজপুরের নেছারাবাদে হাত-পা বেঁধে শ্বাস রোধ করে শেফালি বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে হত্যা করে ঘরে থাকা টাকা ও স্বর্নালংকার লুট করেছে দুর্বত্তরা। মঙ্গলবার (৫ নভেম্বর) দিন দুপুরের কোনো এক সময় উপজেলার সুটিয়াকাঠী গ্রামে ওই ঘটনাটি ঘটে। নিহত শেফালি বেগম ওই গ্রামের মৃত সোবাহান মিয়ার স্ত্রী এবং স্কুল শিক্ষক এনামুল হক বাদল ও রিয়াজুল ইসলামের মা।
জানা গেছে, ওই বৃদ্ধার দুই ছেলে ও এক ছেলের স্ত্রী স্কুল শিক্ষিকা। তাদের সঙ্গে নিজ বাড়িতে নির্মানাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় থাকতেন। ঘটনার দিন সকালে দুই পুত্র ও এক পুত্রবধুসহ নাতী স্কুলে চলে যায়। আর এক ছেলের স্ত্রী তার পিতার বাড়িতে যান। তাই তিনি ঘরে একাই ছিলেন।
থানা পুলিশ সূত্র জানান, বড় ছেলে এনামূলের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছেলে (নাতী) তাহজিদ ওই দিন দুপুরে খাবার খেতে বাড়িতে ফিরে দাদীর হাত-পা বাঁধা মরদেহ ঘরের খাটের ওপর দেখে তার বাবাকে জানালে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নিহতের ছেলে এনামুল হক জানান, ঘটনার সময় আমরা স্কুলে ছিলাম। আমার ছেলে তাহছিন (১০) মাদরাসায় চতুর্থ শ্রেণীতে পড়ে। সে দুপুর খাবার খেতে ঘরে ডুকে তার দাদীকে অচেতন অবস্থায় দেখে অনেক ডাকাডাকি করে। পরে ছেলে স্কুলে এসে আমাকে জানালে আমি বাসায় আসি। এসে দেখতে পাই, মায়ের গলা, হাত-পা ও মুখ বাধা। এসময় বাসার সব কিছু তচনছ দেখতে পেয়ে ঘরের আলমারির কাছে দেখি আলমারি ভাঙ্গা। পরে প্রতিবেশীদের সহায়তায় স্থানীয় প্রাইভেট চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি তার বাসা থেকে নগদ লক্ষাধিক টাকা সহ ৭-৮ ভরি স্বর্ন লুট হয়েছে।
সুটিয়াকাঠি ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমীন জানান, স্কুল শিক্ষক এনামুল হক ও তার ভাই এবং এক ভাইয়ের স্ত্রী স্কুল শিক্ষক। শুনেছি তারা কেউ বাসায় না থাকার সূযোগে বাসায় ডুকে তার মায়ের হাত, মুখ ও গলায় গামছা পেচিয়ে হত্যা করে ঘরে থাকা টাকা স্বর্নালংকার লুট করে নিয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. বছিদ তালুকদার জানান, তাদের দুইতলা নির্মানাধীন একটি দালান দ্বিতীয় তালায় তারা থাকতেন। দুপুরে এনামুলের ঘরে দুর্বৃত্তরা ঢুকে তার মাকে হত্যা করে স্বর্নালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে।
নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বনি আমীন জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। এটা ডাকাতি না অন্য কিছু তা এখনো বলা যাচ্ছেনা। তদন্ত চলছে। পরে জানানো যাবে।
এইচ এম লাহেল মাহমুদ