সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের শালিয়ারভিটা গ্রামে শ্যামাপূজার উৎসবে অতিরিক্ত মদপানে বিমানেশ অধিকারী (৩২) নামে এক মোবাইল মেকানিকের মৃত্যু হয়েছে।
রোববার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পরের দিন সোমবার দুপুরে স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
নিহত বিমানেশ অধিকারী শালিয়ারভিটা গ্রামের দিলিপ অধিকারীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামাপূজার উৎসবকে ঘিরে গত ২ নভেম্বর রাতে বিমানেশসহ কয়েকজন মদপান করেন। একদিন পর গত রোববার সন্ধ্যায় বিমানেশ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন রাত ৮টার দিকে মারা যান। বিমানেশ পেশায় মুলিয়া বাজারের মোবাইল ফোন মেকানিক ছিলেন। তার মৃত্যুতে মুলিয়া বাজারে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দোকানপাট বন্ধ রাখা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ এ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরএ