সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. আব্দুল মতিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
রোববার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার শান্তিনগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল মতিন গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি (শান্তিনগর) গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। আহতরা হলেন- একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে এনামুল (৪০) ও সাইদুল ইসলামের ছেলে অন্তর (২০)।
এলাকাবাসী জানান, মহাসড়কের শান্তিনগর এলাকায় সড়কের ওপরে পিকআপভ্যানে করে শাক-সবজি বিক্রি করছিলেন আব্দুল মতিনসহ তিনজন। এ সময় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানটির পেছনে ধাক্কা দেয়। পিকআপভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক জনকে মৃত ঘোষণা করেন। অপর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, নিহতের লাশ গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘাতক প্রাইভেটকারটিকে আটক করা হয়েছে। তবে গাড়িটির চালক পালিয়ে গেছেন।
আরএ