সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভোলায় জাতীয়তাবাদী কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।
কৃষক দলের বর্ধিত সভা উপলক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে জড়ো হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সম্পাদক লায়ন আকতার হোসেন সেন্টু। এদিকে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। আর সভার সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু।
এতে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, নুরুল আমিন তালুকদার, কৃষিবিদ সিরাজুন নবীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অ