সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, গত সরকারের আমলে শেখ হাসিনা টেলিফোন করে আমাদের নির্বাচনে যেতে অনুরোধ করেছেন। গণভবনে নিয়ে গেছেন, গণভবনে গিয়ে আমরা মাথা বিক্রি করে দিইনি। বিবেক বিক্রি করে দিইনি। শেখ হাসিনার টেলিফোন, ডিজিএফআই ও এনএসআই চাপের পর ওষুধের কার্টুনে করে ১২ কোটি টাকা নিয়ে এসেছিল।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, আমরা পরিষ্কারভাবেই বলেছি, বাংলাদেশের মানুষ এ রকম একটি রাজনৈতিক সংকটকালীন সময়ে আমাদের মতো তরুণদের নিয়ে আশাবাদী ছিল। এই অপশক্তির বিরুদ্ধে তরুণরা আগামীতে একটা ভালো কিছু করতে পারবে। আমরা যদি বিক্রি হয়ে যাই, তবে মানুষ হতাশ হবে যে এই দেশে আর কিছু হবে না। যে কারণেই এই স্রোতের বিপরীতে প্রতিকূল সময়ে আপসহীন থেকে এই পটপরিবর্তনের দিকে এগিয়ে গেছি।
তিনি বলেন, পটুয়াখালীর মতো দেশের বিভিন্ন এলাকায় দু-একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের উৎপাত শুরু হয়েছে। তারা বিভিন্নজনকে হামলার হুমকি দিচ্ছে। সাংবাদিকদের হয়রানি করছে, ঢালাওভাবে আওয়ামী লীগের ট্যাগ দিচ্ছে। মামলাবাণিজ্য শুরু হয়েছে। আন্দোলন করল ছাত্র-জনতা, আর এরা শুরু করেছে হামলা-মামলা, মিষ্টি খাওয়ার ব্যবসা।
সভায় ভিপি নুর বলেন, বর্তমান অর্ন্তবর্তী সরকারের কঠোর নিরাপত্তায় শারদীয় দুর্গাপূজা বিপুল আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। হিন্দু সম্প্রদায় সমান অধিকার নিয়ে নিরাপদে বসবাস করতে পারে তার জন্য অর্তবর্তী সরকার বদ্ধপরিকর আছে। যারা হিন্দু সম্প্রদায়ের জমি অবৈধভাবে দখল করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উপস্থিত ২১ হিন্দু পরিবারকে আশ্বস্ত করে বলেন, আপনাদের জমি অবৈধভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী দখল করতে পারবে না। দখলদার যেইহোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমি ভালো হলে আমাকে ভোট দিবেন, আমার চেয়ে অন্য কেউ ভালো হলে তাকে ভোট দিবেন।
জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রুবেল আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহিদুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. শাহ আলম শিকদার, সদর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আবুল কাসেম শাহিন, পৌর কমিটির সাধারণ সম্পাদক মো. কালাম সিকদার, যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ প্রমুখ।
আরএ