সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জামালপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অপরাধে স্বামী আহসান হাবীবকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি আহসান হাবিব ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামে আজাহার আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ মোহাম্মদ এনায়েত হোসেন জানান, ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামের আজাহার আলীর ছেলে আহসান হাবিবের সঙ্গে দেওয়ানগঞ্জের চিকাজানী গ্রামের মো. এনু শেখের মেয়ে তিথী বেগমের বিবাহ হয়। তাদের সংসারে মো. মাহিন নামে দেড় বছরের ছেলে শিশু আছে। ১ লাখ টাকা যৌতুক না পেয়ে ২০২২ সালের ১২ এপ্রিল রাতে আহসান হাবীব তার স্ত্রী তিথীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন৷
এ ঘটনায় নিহতের মামা আব্বাস আলী ফারাজী বাদী হয়ে ঘটনার পরদিন ইসলামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামির উপস্থিতিতে আদালত এ রায় দেন।
অ