সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বান্দরবান হোটেল মোটেল রিসোর্ট মালিক সমিতির নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে সর্বসম্মতিক্রমে সিরাজুল ইসলামকে সভাপতি, জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক, আলাউদ্দিন শাহরিয়ারকে সাংগঠনিক সম্পাদক ও বিশ্বজিত দাশ বাপ্পাকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কমিটি গঠনকল্পে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন নিয়ে উপস্থিত সদস্যরা নিজেদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।
পরে আগামী তিন বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি করা হয়। সভায় সভাপতিত্ব করেন লুসাই মং।
এসময় নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, বান্দরবানের পর্যটন শিল্পের সঙ্গে নানাভাবে অন্তত ২০ হাজার মানুষের জীবন জীবিকা চলে। দীর্ঘদিন ধরে এখানকার পর্যটনখাত দুঃসময় পার করছে। হোটেল, মোটেল, রিসোর্ট মালিক সমিতি ও পর্যটনখাতের উন্নয়নে নতুন কমিটির নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত থাকবে।
এসময় তারা চলমান বিধিনিষেধ দ্রুত তুলে নিলে ব্যাবসায়ীরা তাদের ক্ষতি কিছুটা হলেও পোষিয়ে নিতে পারবে বলে জানান।
আরএ