সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। এ সময় ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
মঙ্গলবার(২২ অক্টোবর) দিনব্যাপী চরভদ্রাসন ও সদরপুর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী হাকিম নিশাত ফারাবী।
আদালত সুত্রে জানাগেছে, গত ১৩ অক্টোবর হতে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। মা ইলিশ রক্ষার নিষিদ্ধ সময়ে দুই উপজেলার মাথাভাঙ্গা, শয়তানখালি, আকটের চর, চন্দ্রপাড়া, নারিকেলবাড়িয়ার পদ্মা নদীর বিভিন্ন জল সীমানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
এ সময় আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাছ শিকারে লিপ্ত থাকা জেলেরা পালিয়ে গেলেও মাছ ও জাল ফেলে যায়। এ সময় ওই স্থান হতে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি জাটকা ও মা ইলিশ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির জানান, শয়তানখালি ঘাট এলাকায় জাল পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয় এবং জব্দ করা মাছ সদর ইউনিয়নের এম কে ডাঙ্গী মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
এফএইচ