সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেত্রকোনার কলমাকান্দায় মাদকাসক্ত এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে নগদ একশ টাকা জরিমানা করা হয়েছে।
কারাদণ্ড পাওয়া যুবকের নাম জুয়েল মিয়া (২১)। তিনি উপজেলার সদরের চাঁনপুর গ্রামের মৃত চাঁন মিয়া ছেলে।
সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর এলাকা থেকে জুয়েলকে মাদক সেবনরত অবস্থায় আটক করে পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাকে ১ বছরের বিনাশ্রমে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতে জুয়েল তার অপরাধ স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাকে ১ বছরের বিনাশ্রমে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
রাতেই সাজাপ্রাপ্ত জুয়েলকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এফএইচ