সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়ায় অবস্থিত একটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে অর্গানিক ব্রিকসের মালিক মো. খলিলুর রহমানকে এ জরিমানা করা হয়।
শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোবায়ের হাবিব অভিযানে নেতৃত্ব দেন।
মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, লাইসেন্স হালনাগাদ না থাকাসহ অন্যান্য অনিয়মের কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানার পাশাপাশি লাইসেন্স নবায়নের আগ পর্যন্ত ইটভাটাকে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।"
অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলেও জানান উপপরিচালক।
এফএইচ