সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক নারীকে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে এখনো আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) কোম্পানীগঞ্জ থানায় মেয়েকে ধর্ষণের চেষ্টা ও ধর্ষণে বাঁধা দেওয়ায় তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী নারী।
বুধবার (১৬ অক্টোবর) ওই নারীকে নির্যাতন করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলায় মো. রিয়াদ (২৩) ও মো. মেহরাজ (২৪) নামে দুই যুবকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর পরিবারের নিজস্ব কোনো জায়গা-জমি নেই। স্বামী, দুই মেয়ে এবং এক ছেলেকে নিয়ে অন্য এক ব্যক্তির মালিকানাধীন জায়গায় বসবাস করে আসছেন গত তিন বছর ধরে। ভুক্তভোগী নারীর বড় মেয়ে তার তিন মাসের শিশুসন্তানকে নিয়ে ঘরের একটি কক্ষে ছিলেন। হঠাৎ ওই কক্ষ থেকে শোর চিৎকার শুনে দ্রæত সেখনে যান। এসময় তিনি দেখেন তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করছে মেহেরাজ ও রিয়াদ নামে দুই যুবক। এ সময় তাদেরকে বাধা দিয়ে মেয়েকে রক্ষা করেন ওই নারী। এতে মেহরাজ ও রিয়াদ ক্ষিপ্ত হয়ে তাকে ওড়না দিয়ে মুখ বেঁধে ফেলে টেনে হিঁচড়ে বাড়ির পুকুরের সামনে নিয়ে গিয়ে একটি গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে মারধরসহ নির্যাতন করেন এবং ভিডিও ধারণ করেন। পরে প্রতিবেশীরা ভুক্তভোগী নারীকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মামলায় আরো অভিযোগ করা হয়, অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন ভুক্তভোগী নারী। সহায় সম্পত্তি না থাকায় অন্যের জায়গায় তারা বসবাস করছেন। ওই জায়গা বেশ কয়েকবার দখলের চেষ্ঠা করেন মেহেরাজ ও রিয়াদ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর পরিবার যে জায়গায় থাকেন তা নিয়ে প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব রয়েছে। তাছাড়া ওই নারীর মেয়েকে নিয়েও নানা বিতর্ক রয়েছে। ধর্ষণের চেষ্ঠার বিষয়টি নিয়ে সন্দেহ আছে স্থানীয়দের। তবে ভুক্তভোগী নারীর মাথায় সামান্য আঘাতের চিহ্ন রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান বলেন, ধর্ষণ চেষ্টা ও নারীকে গাছের সাথে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনায় দুই যুবককে আসামী করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। একই সঙ্গে ঘটনার তদন্ত অব্যাহত আছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার পর ভিকটিম একটি অভিযোগ নিয়ে এসেছিলেন। কিন্তু অভিযোগে গরমিল থাকায় সেটা নেওয়া হয়নি। পরে অভিযোগ সংশোধন করে আনলে তা গ্রহণ করা হয়।
এফএইচ