সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সিলেটের ওসমানীনগর থানায় এক ট্রাক চিনি আটক করেছে পুলিশ। এসময় একটি নোহা গাড়ি, দুটি মোটরসাইকেলসহ মহানগরীর ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত কার্যনিবাহী সদস্য সুলেমান হোসেন সুমন, ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত কার্যনিবাহী সদস্য আব্দুল মান্নানসহ মোট ৬ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, চিনির ট্রাক আটকে চাদাঁবাজি করতে গেলে স্থানীয় লোকজন ছিনতাইকারী বলে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে তাদেরকে। স্থানীয় বিএনপির দাবি এরা প্রতিদিন চিনির ট্রাক নিয়ন্ত্রণ করে। আর অভিযোগ যায় ওসমানীনগর বিএনপি ওপর।
এই বিষয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দলের যেকোনো নেতাকর্মী দলীয় শৃঙ্খলা না মানলে বা কোনো ধরনের অপকর্মে সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই ধারাবাহিকতায় তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।
স্থানীয়রা আরও জানান, সুমন ও মান্নান আটকের পর স্থানীয় জনতা ও পুলিশকে তারা বিএনপি পরিচয় দিয়ে হুমকি দিয়ে চলে যেতে চায়। পরে ওসমানীনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাদের ধরে পুলিশে হস্তান্তর করেন।
আরএ