সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান বলেছেন, পরিকল্পিতভাবে একটি মিথ্যা গল্প বানানোর চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশে নাকি এবার দূর্গোৎসব করা যাবে না। দূর্গোৎসব করতে গেলে বিভিন্ন পূজামণ্ডপে সমস্যা হবে। অথচ দেখুন শান্তিপূর্ণ পরিবেশে হিন্দুদের অনুষ্ঠানে মুসলমানরা যায়, মুসলমানদের অনুষ্ঠানে হিন্দুরাও যায়। হিন্দু, মুসলমান হাত ধরে হাঁটবে এটাই বাংলার ঐতিহ্য। এই ঐতিহ্য নিয়েই আমরা বড় হয়েছি।
শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় নরসিংদীর সবচেয়ে বড় সেবা সংঘের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র এই নেতা বলেন, আমরা বাংলাদেশি হিসেবে জাতিধর্ম বর্ণের মধ্যে কোনো বিবেধ করি না। আমরা যতদিন এই বিশ্বাস রেখে নতুন এই বাংলাদেশে বসবাস করে যাবো, এই বাংলাদেশের মানুষ ততদিন সুখে শান্তিতে বসবাস করবে।
এসময় বিএনপির স্থানীয় নেতাকর্মী এবং সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।
আরএ