সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
হালতি বিলের নাটোর ও নওগাঁ অংশের ভিন্ন এলাকায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে এই দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া এলাকার মো. নুর হোসেন মণ্ডলের ছেলে মো. মোমিন হোসেন (৩৫) এবং নওগাঁর আত্রাই উপজেলার ক্ষুদ্রবিশা গ্রামের মো. সাদেক আলীর ছেলে মো. রায়হান (৩০)।
নাটোরের নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, সকালে হালতি বিলের নলডাঙ্গা অংশের ভেতর নৌকা নিয়ে শামুক সংগ্রহে যান খোলাবাড়িয়া এলাকার মোমিন হোসেন। সকালের কোনো একসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মোমিন হোসেনের মৃত্যু হয়। এতে নৌকায় থাকা আরও একজন গুরুতর আহত হন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
নওগাঁর আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহাবুদ্দীন বলেন, ভোরে হালতি বিলে নৌকা নিয়ে মাছ ধরতে যান ক্ষুদ্রবিশা গ্রামের মো. সাদেক আলীর ছেলে মো. রায়হান। সকাল ৮টার দিকে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে জানতে পারি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
কে