সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী ও গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তি করায় সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় অভিযোগ দায়ের করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তাহহিয়াতুল হাবিব মৃদুল নামের এক শিক্ষার্থী।
বুধবার (৯ অক্টোবর) বিকেলে লালমনিরহাট সদর থানায় এ অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল কাদের।
অভিযোগে উল্লেখ করা হয়, লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনারের দায়িত্ব পালনকালে গত ৫ অক্টোবর তার নিজস্ব ফেসবুক আইডিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কটূক্তি করে পোস্ট দেন তাপসী তাবাসসুম ঊর্মি। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে হুমকিমূলক পোস্টও করেন তিনি। যা মানহানী ও রাষ্ট্রদ্রোহিতার অপরাধ বলে দাবি করা হয় অভিযোগে।
অভিযোগের বিষয়ে তাহহিয়াতুল হাবিব মৃদুল বলেন, লালমনিরহাট জেলা প্রশাসনে কর্মরত থাকাকালীন সময়ে সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা এবং গণঅভ্যুত্থানকে কটূক্তি করে পোষ্ট করেন। এছাড়াও তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে হুমকিমূলক পোস্ট করেন। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। দ্রুত তাপসী তাবাসসুম ঊর্মিকে স্থায়ীভাবে চাকরিচ্যুত এবং গ্রেপ্তারের দাবি জানাই।
লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি একটি অভিযোগ দিয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অ