সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে মাছ শিকারে বের হন পাঁচ মৎস্য শিকারি। পরে তাদের একটি বড়শিতে ধরা পড়ে ১১ কেজির একটি চিতল মাছ। পরে বাড়ি ফিরে মাছটিকে কেটে নিজেরা ভাগ করে নেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা ও সালেপুর এলাকার মাঝামাঝি স্থানে এই মাছটি ধরা পড়ে।
মৎস্য শিকারি সোনা মিয়া বলেন, গালা ইউনিয়নের ধুসুরিয়া গ্রামের পাঁচজন শখের বসে ট্রলার নিয়ে পদ্মায় মাছ ধরতে যাই। পরে ট্রলার নিয়ে হাতিঘাটা এলাকায় গিয়ে সন্ধ্যায় ৮০ থেকে ৯০টি বড়শি ফেলি। এরপর রাত সাড়ে ৮টার দিকে একটি বড়শিতে ১১ কেজি ওজনের চিতল মাছটি ধরা পড়ে। পরে মাছটি বাসায় এনে কেটে আমরা ভাগ করে নেই।
হরিরামপুর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, বর্তমানে পদ্মা ও যমুনা নদীর মোহনায় প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে। দুই সপ্তাহ আগেও নদীতে শখের বশে বড়শি ফেলে সাড়ে ৭ কেজির একটি বোয়াল মাছ শিকার করেছিলেন এক শৌখিন মৎস্য শিকারি।
অ