সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরে আলোচিত ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোফাজ্জেল হোসেনকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে শহরের রাজবাড়ি রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ।
মোফাজ্জেল ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানায়, মোফাজ্জেলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যহার করে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। এলাকায় তিনি বালু ও ভূমিদস্যু হিসেবেও পরিচিত।
ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গত ১৪ সেপ্টেম্বর নর্থ চ্যানেল ইউনিয়নের মৃত ইউসুফ আলীর ছেলে মো. আবুল কাশেম বাদী হয়ে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে। ওই মামলায় নর্থ চ্যানেলের ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকজনকে আসামি করে মামলাটি করা হয়।
তিনি আরও জানান, নিয়মিত মামলার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত চেয়ারম্যানকে ফরিদপুর আদালতে পাঠানো হয়।
আরএ